সংবাদচর্চা রিপোর্ট:
প্রতিপক্ষের হামলায় রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক সোহেল নিহত হয়েছে। নিহত বাড়ি টাওরা গ্রামে। গতকাল সন্ধ্যায় এক দল সন্ত্রাসী সোহেলের উপর হামলা করে। প্রথমে সোহেল কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার গুরুত্ব হলে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোহেলের মৃত্যু হয়।
এ ব্যাপরে রূপগঞ্জ থানার ওসি বলেন, সোহেল হত্যার সাথে জড়িত সন্দেহে ৪ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। লাশ পোস্ট মটামের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।