সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, অনানুষ্ঠনিকভাবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম। যদিও ৪৯ এর ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। প্রথমে এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। পরে ভাসানী সাহেব ন্যাপ করবার পরে নেতৃত্ব চলে আসে বঙ্গবন্ধুর হাতে। ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর হত্যার আগে বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছর সময় হাতে পেয়েছিলেন। মুক্তিযুদ্ধে যে বিদেশি শক্তি আমাদের সাহায্য করে নাই তারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল। সে কারণেই দীর্ঘ ২২ বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম। শুক্রবার সন্ধ্যায় বেসরকারি চ্যানেলে টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই নেতা বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের বিচার একেবারে শেষ পর্যায়ে। এটা অবশ্যই বিচার হবে। এবং তামিম নামে একজন ভয়ঙ্কর খুনি এখানে পালিয়ে ছিল। এটা আমরা কেউ জানতাম না। এই পাইকপাড়া অবস্থান করেছিল। ততকালীন এসপি মাইনুল হকসহ যারা ছিলেন তারা ডিটেক্ট করতে পেরেছিলেন একটি ভাড়াবাড়িতে এই ভয়ঙ্কর খুনি অবস্থান করছে। পরে তাকে ঘেরাও করেছে। যখন আত্মসমর্পণ করে নাই। এক পর্যায়ে সে পুলিশের গুলিতে নিহত হয়। এটা কিন্তু পুলিশের একটা বিরাট অর্জন। তা না হলে সামনেই পূজা ছিল। নারায়ণগঞ্জে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিরাট বিরাট দুর্গাপূজার আয়োজন করা হয়। সেই দুর্গাপূজার মধ্যে নিশ্চয় সে একটা অঘটন ঘটাতো। এটা থেকে আমরা রক্ষা পেয়েছি সে দিন। অনেক প্রাণহানী থেকে রক্ষা পেয়েছি বলে আমি মনে করি সে দিন।
হাই বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার দীর্ঘ সময় পর আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে এসে হাল ধরেন এবং সংগঠনকে শক্তিশালী করে তুলেন। পরে তার একক প্রচেষ্টায় আমরা ক্ষমতায় আসি। ৯৬ থেকে ০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে। ২০০৪ সালে গ্রেনেড হামলায় আমাদের ২২ জন নেতাকর্মী মারা যান। আমাদের উপর তখন অত্যাচারের স্টিম রোলার এসেছিল। চট্টগ্রামে মুকুন্দ কুমারকে তার বাসায় হত্যা করা হয়। মৌলবাদী চক্র সেদিন মাথাচাড়া দিয়ে উঠেছিল। এটা কিন্তু বিএনপি নিয়ন্ত্রণ করে নাই। যদি করতো তাহলে দেশটা আজকে এরকম থাকতো না।’
তিনি আরও বলেন, পূর্বাচল যে স্যাটেলাইট টাউন গড়ে উঠেছে সেটা ঢাকার পাশে বসুন্ধরার পরে। সেখানে একটা লেকের মধ্যে একটা মিনি ক্যান্টেনম্যান্টের মধ্যে যে অস্ত্র পাওয়া গেছে এই পরিমাণ অস্ত্র। পুলিশ গোয়েন্দা বিভাগ সে অস্ত্রগুলো উদ্ধার করেছে। এটা আমাদের বিরাট অর্জন। বিএনপি তাদের রাজনৈতিক দল হিসেবে দাবি করে কিন্তু আমি মনে করি ১৫ই আগষ্টে বিয়োগান্ত সেই ঘটনা না ঘটলে বিএনপি নামক দলের সৃষ্টি হতো না।