আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রচারণার শেষ দিনে এগিয়ে গাজী পিছিয়ে কাজী

প্রচারণার শেষ দিনে


নবকুমার: আজ মধ্যরাতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে কোমর বেধে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে রূপগঞ্জের প্রত্যেকটা ভোটারদের দ্বারে দ্বারে গেছেন। নৌকার ভোট চেয়েছেন।

প্রচারণার শেষ দিন নৌকার জোয়ারে ভেসেছে রূপগঞ্জ। প্রত্যেকটা পাড়া মহল্লায় ছিলো শুধু নৌকার মিছিল। নৌকার মিছিলের দাপটে রাস্তায় তিল ঠাই এর জায়গা ছিলো না।

আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নৌকায় ভোট চেয়ে মিছিল করেছে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ কৃষক লীগ শ্রমিক লীগের নেতাকর্মীরা ।

এদিকে প্রচারণার শেষ দিনে মাঠে নামে নাই বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান । বিএনপি, ছাত্রদল, যুবদল ,মহিলা দলের কোন নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে মিটিং মিছিল করতে দেখা যায় নাই। রূপগঞ্জ উপজেলা বিএনপি তিন ভাগে বিভক্ত রয়েছে। এক গ্রুপে রয়েছে বিএনপির মনোনয়ন বঞ্চিত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার। অপর গ্রপে রয়েছে আরেক বিএনপির মনোনয়ন বঞ্চিত মোন্তাফিজুর রহমান দীপু ভূইয়া। কাজী মনিরুজ্জান তৈমূর এবং দীপুকে ঐক্যবদ্ধ ভাবে ভোটের মাঠে নামাতে পারেন নাই। তৃণমূল বিএনপির বৃহ’ত একটি অংশ কাজী মনিরুজ্জামান কে তাদের প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না।তারা আওয়ামী লীগে যোগ দিয়েছে। এছাড়া বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রায় ৬৫ টি শ্রমিক নির্যাতনের মামলা রয়েছে। রূপগঞ্জে শ্রমিকদের বিশাল ভোট ব্যাংক রয়েছে। শ্রমিকরা যাকে ভোট দেবে সেই প্রার্থী আগামী নির্বাচনে বিজয়ী হবে।এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের কোন অভিযোগ নেই। রূপগঞ্জে তার রয়েছে বিশাল ভোট ব্যাংক। বিশেষ করে নারী এবং শ্রমিকদের ভোট গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বেশি পাবেন। তারা গোলাম দস্তগীর গাজীর পক্ষে মাঠে কাজ করছেন।