সংবাদচর্চা রিপোর্ট:
গতকাল সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্প কারখানা সমূহে সরকারি বিধি মেনে উৎপাদন চালু রেখেছেন কিনা তা তদারকি করেছেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী ও নির্বাহী ম্যাজস্ট্রেটমোঃ ইমরুল হাসান । এ সময় বিভিন শিল্প কারখানা পরিদর্শন করে করোনাভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থবিধি ও অন্যান্য সুরক্ষাবিধি মেনে চলা হচ্ছে কিনা তা দেখা হয় এবং এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মাঝে প্রচারণা চালানো হয়।
প্রসঙ্গত করোনাভাইরাসে নারায়ণগঞ্জের তৈরী পোশাক কারখানা বন্ধ ছিলো। সীমিত কিছু কারখানা সরকার চালু রাখার অনুমোদন দিয়েছে। করোনায় স্থবির হয়ে পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৬৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ৪২ জন।