নিজস্ব প্রতিবেদক : রূপগঞ্জে পিঠা উৎসব ও তিন দিন ব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভোলানাথপুর এলাকায় পূর্বাচল ক্লাবে পূর্বাচল লেডিস ক্লাবের উদ্যোগে এ পিঠা উৎসব ও তিন দিন ব্যাপি মেলা উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। পিঠা উৎসব ও তিন দিন ব্যাপি মেলার আয়োজন করেছে পূর্বাচল লেডিস ক্লাব।
তিনি বলেন, একবিংশ শতাব্দীতে নারী শুধু বধূ, মাতা, কন্যা নয়, পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে নারীও অংশীদার। পুরুষের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। নারীর অগ্রযাত্রা সহজ করতে সরকারের অনেক উদ্যোগ, নীতিমালা আছে। নারী এগিয়ে চলেছে, চলবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং মৎস ও পশু সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, নারীরা এখন আর পিছিয়ে নাই। সর্ব ক্ষেত্রেই নারীরা এগিয়ে গেছে। আমাদের সন্তানরা যখন দেশীয় ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে ঠিক সেই মুহূর্তে এই পিঠা উৎসব অবশ্যই প্রসংশনীয়। বাঙালির এই চিরন্তন ঐতিহ্য পিঠা নগর জীবনের আধুনিকতার ছোঁয়া আর ফার্স্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। পিঠা মেলায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা দেখে অনেক ভালো লাগছে। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে পূর্বাচল লেডিস ক্লাবকে সব ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন তারা।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, নারীকে প্রমাণ করতে হবে, নারী পারে, নারী পেরেছে এবং আগামীতেও নারী পারবে। এই মূলমন্ত্রে দীক্ষিত হয়েই নারীকে সামনে চলার সিঁড়ি রচনা করতে হবে। আর এর জন্য নারীর দরকার কেবল দৃঢ়তা – যোগ্যতা। পাশাপাশি সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন-ই নারীকে তার যোগ্য সম্মান দিতে পারে। একটি সুন্দর, শান্তিময়, সমৃদ্ধ দেশ গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীরা এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
পূর্বাচল লেডিস ক্লাবের সভাপতি সৈয়দা ফেরদৌসী আলম নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিনা খাতুন, ম্যাক ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, পিঠা উৎসব কমিটির আহবায়ক রুকসানা কবির কাকলীসহ অনেকে। পরে অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরে দেখেন ।অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।