সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পূর্বশক্রতার জের ধরে নবী (৫) নামে এক শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সে মালশেয়াপ্রবাসী রাজ্জাকের ছেলে
জানা গেছে, প্রতিবেশী আনারের সঙ্গে আহত শিশু নবীর বাবার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এরই জের ধরে দুপুরে আনারের ছেলে আশরাফ নবীকে তাদের ঘরে ডেকে নিয়ে লিঙ্গের কিছু অংশ কেটে ফেলেন। পরে শিশুটি চিৎকার করলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।