আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্বগ্রাম স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন

সংবাদচর্চা রিপোর্ট:

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে গতকাল খান মঞ্জিলে কায়েতপাড়ার পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। মন্ত্রী বলেন, পূর্বগ্রামের মানুষ অনেক ভালো ফুটবল খেলে। তারা রূপসীকে পরাজিত করেছিলো। আবার রূপসীও তাদেরকে পরাজিত করেছে। পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় অনেক ভালো স্কুল। এখানে আরেকটি ভবন করে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, নুরুজ্জামান খাঁন ২০০৮ সালে নৌকার নির্বাচন করেছে। শুরু থেকে সে আমাকে সমর্থন করে আসছে। কায়েতপাড়ায় নতুন রাস্তা করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন দিয়েছি।

এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো :শাহজাহান ভুঁইয়া, তারাব পৌর মেয়র হাছিনা গাজী , রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খাঁন, ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ