আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পূজায় মেডিকেল টিম ফায়ার সার্ভিস থাকবে: ডিসি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মী উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, এবার সর্বমোট ২০৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। জরুরী প্রয়োজনে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্সও থাকবে। পূজা চলাকালীন কোন প্রকার বিশৃঙ্খলা বা অরাজকতা যেন সৃষ্টি না হয় সে জন্য তিনি হিন্দু ধর্মীয় নেতাদের সহযোগীতা কামনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, বিজিবি’র কর্মকর্তা মেজর হাবিব, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) সুপার নূরে আলম, র‌্যাব-১১ এর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট্রের ট্রাষ্টি পরিতোষ সাহা, পূজা উদযাপন পরিষদ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা প্রমুখ।