আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশ নিয়োগে দালালদের তথ্য দিন গ্রেফতার করা হবে: এসপি হারুণ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আগামী ২৪ শে জুন নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে সরাসরি পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর।শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হবে।

শনিবার (১৫ জুন) চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন -শৃংখলা পরিস্থিতি ও হকার মুক্ত ফুটপাত গড়ার লক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার  বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন করবেন না। পুলিশ কনস্টেবল পদে ভর্তি হতে কোন টাকা লাগবেনা। কোন দালাল বা সিন্ডিকেট চক্র বা কোন পুলিশ সদস্য বা কোন ভায়া বা মিডিয়া কর্তৃক নিয়োগের ব্যাপারে কোনো আর্থিক লেনদেন বিষয়ে তথ্য থাকলে আমাকে দিন । আমি তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করব।

এসময় তিনি সাংবাদিকদের শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হবে বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

হারুন বলেন, যারা হকারদের পক্ষ নেবেন তারা হকারদের বসার জায়গা করে দেবেন। বঙ্গবন্ধু সড়কে কোন হকার বসতে দেয়া হবে না। আমরা সাধারণ হকারদের বিরুদ্ধে নই।

তিনি আরো বলেন, চাষাড়া থেকে ২নং রেল গেইট, ডিআইডি ও নিতাইগঞ্জ পায়ে হেটে যেতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। অপর দিকে ঠিক একই গন্তব্যে রিক্সাযোগে যেতে সময় লাগে ৩০ মিনিটের মতো। বঙ্গবন্ধু সড়কের দুই ধারের ফুটপাত যদি হকার মুক্ত থাকে সেই ক্ষেত্রে সাধারণ মানুষ পায় হেটে তাঁদের নিজ নিজ গন্তব্যে অল্প সময়ের মধ্যে পৌছাতে পারবে।