আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের ব্লক রেইডের পর আজমেরী ওসমানের ফেসবুক স্ট্যাটাস

সংবাদচর্চা রিপোর্ট:

প্রয়াত নারায়ণগঞ্জ ৫ আসনের  জাতীয় পাটির সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বাসা ও অফিসে গত রাতে ব্লক রেইড অভিযান চালিয়েছে পুলিশ৷  পুলিশের অভিযানে আজমেরী ওসমানকে না পেয়ে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ছাত্র সমাজের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ব্লক রেইড অভিযানের পরে আজমেরী ওসমান আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছে। তাতে আজমেরী পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছে। একটি কুচক্রী মহল অপপ্রচার করছে বলে দাবি করেছে আজমেরী ওসমান।

জানা গেছে গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় আজমেরী ওসমানের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় হামলা ভাঙচুরের বিষয়টি উল্লেখ আছে বলে জানা গেছে। বাচ্চু মিয়ার অভিযোগের পর গতরাতে পুলিশ আজমেরী ওসমানের খোজে বের হয় ।  তবে পুলিশ বলছে আজমেরী ওসমান পলাতক রয়েছে ।

ফেসবুক স্ট্যাটাসে আজমেরী ওসমান যা বলছে তা হুবাহুব তুলে ধরা হলো:-

নারায়নগঞ্জ-৫ (সদর ও বন্দর) আস‌নে চারবা‌র নির্বা‌চিত জাতীয় সংসদ সদস্য প্রয়াত বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এ‌কেএম না‌সিম ওসমান ছিলেন গণমানু‌ষের নেতা। গরীব,দু:‌খি ও মেহন‌তি মানু‌ষের প্রাণ। এরই ধারাবা‌হিকতায় পিতার আদর্শ‌কে ধারন ক‌রে দু:স্থ, অসহায় সর্বসাধার‌ণের পা‌শে থে‌কে কাজ ক‌রে‌ যা‌চ্ছে তারই একমাত্র পুত্র আজ‌মেরী ওসমান। সেই সুবা‌ধে সরাস‌রি কোন রাজনী‌তির সা‌থে সম্পৃক্ত না হ‌লেও সমা‌জ সেবামূলক বি‌ভিন্ন কা‌জে অাপমর জনতার ভালবাসায় সুনাম ও জন‌প্রিয়তা অর্জন ক‌রে‌ছে। সম্প্র‌তি এক‌টি মহল এ সুনাম ক্ষুন্ন করার ল‌ক্ষে অপপ্রচার চালা‌চ্ছে। যা সম্পূর্ণ ভি‌ত্তিহীণ।

সক‌লের অবগ‌তির জন্য জানা‌নো যা‌চ্ছে যে, ‘ প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমানের ফ্ল্যাটে ব্লক রেইড চালিয়েছে পুলিশ । এসময় আজমেরী ওসমানের দুই সহযোগিকে আটক করা হয়েছে ‘ । এমন ত‌থ্যে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হ‌চ্ছে।আই‌নের প্র‌তি আমরা শ্রদ্ধাশীল। প্রকৃতপ‌ক্ষে পু‌লিশ তা‌দের কা‌জের স্বা‌র্থে কাজ কর‌ছে। এ‌তে সাধুবাদ জানা‌নো আমা‌দের কর্তব্য। কিন্তু যতদূর জান‌া গিয়েছে যা‌দেরকে আজ‌মেরী ওসমা‌নের সহ‌যোগী বলা হচ্ছে তারা আস‌লে জাতীয় পা‌র্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমা‌জের জেলা নেতৃত্ব দেয়। তাদের যে বিষ‌য়ে অ‌ভিযুক্ত করা হ‌য়ে‌ছে, সে বিষ‌য়ে আজ‌মেরী ওসমান অবগত নয়। কারণ আজ‌মেরী ওসমান কখ‌নো কোন মাদক কারবা‌রি, চাঁদাবাজ, সন্ত্রাসী‌দের প্রশ্রয় দেয়না। যারাই এধর‌ণের কাজ ক‌রে‌ছেন তা‌দেরকে আইন শৃঙ্খলা বা‌হিনীর কাছে সোপর্দ করা হ‌য়ে‌ছে। অতি‌তে এগু‌লো সক‌লেই দে‌খে‌ছেন ও বি‌ভিন্ন গণমাধ্য‌মে সাংবা‌দিক ভাই‌য়েরা প্রকাশ ক‌রে‌ছেন। তাই এক‌টি কুচ‌ক্রিমহল যে অপপ্রচা‌র কর‌ছে এর তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানাই। ভ‌বিষ্য‌তে এসব কর্মকা‌ন্ড কেউ কর‌লে আমরা ক‌ঠোর পদ‌ক্ষেপ নি‌তে বাধ্য হবো।

তবে যে ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেয়া হয়েছে সেটা আজমেরী ওসমান চালায় কি না সে বিষয়ে সঠিক কিছু জানা যায় নি।

সর্বশেষ সংবাদ