আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের বেপরোয়া ধুমপান

অপরাধ প্রতিকেদক:

আইনের উর্ধ্বে কেউ নয়, এই আইনকে কেউ মান্য করে সম্মান প্রদর্শন করে, অপরপক্ষে কেউ ভয় করে আইনকে মান্য করে আসছে। আইনের রক্ষক যখন হয় ভক্ষক ,তখন জনমতে আসে আক্ষেপ, প্রকাশ্যে ধুমপান জনসাধারণের যখন নিষিদ্ধ, যেখানে পুলিশ ধুমপান করলে তা কিভাবে হবে শুদ্ধ।

গত ২৫ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে শহিদ মিনারের বিভিন্ন স্থানে পায়চারী করে পুলিশকে ধুমপান করতে দেখা গেছে। এর আগে বিভিন্ন সময় সাধারণ জনগন, স্কুল কলেজের শিক্ষার্থীদের জরিমানা করে শাস্তি প্রয়োগ করেছেন। জন মনে এখন একটি প্রশ্ন তাহলে পুলিশের শাস্তি কি হবে?

“পাবলিক প্লেস’ বলতে আমরা অনেকেই বুঝিনা তা হলো, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস ও বেসরকারি অফিস গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্রবন্দর ভবন, নৌ-বন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন, বাস টার্নিমাল ভবন, প্রেক্ষাগৃেহ, থিয়েটার হল, বিপণী ভবন, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট সারি, জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য অন্য কোন স্থান অথবা সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, সময় সময় ঘোষিত অন্য যে কোন বা সকল স্থানকে বুঝুয়ে থাকে। প্রকাশ্যে জনবহুল স্থানে ধূমপানের শাস্তির বিধানের উপর কিছুটা কড়াকড়ী আরোপ করা হয়েছে, এক্ষেত্রে পূর্বের ৫০ টাকার শাস্তির পরিবর্তে করা হয়েছে ১০০ টাকা । এ ছাড়া আইনটি বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেসের’ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়ার বলা হয়েছে।

কেন্দীয় শহিদ মিনারে প্রকাশ্যে পুলিশের ধুমপানের বিষয়ে ইমরান মেহেদীর

মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদচর্চা বলেন, দায়িত্বরত অবস্থায় কোন পুলিশ সদস্য প্রকাশ্যে ধুমপান করাটা ঠিক নয় আর শহিদ মিনারে পুলিশ সদস্য প্রকাশ্যে ধুমপানের বিয়ষটি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো।

উলে­খ যে, ইতিপূর্বে পুলিশের সহযোগিতায় জনসাধারণ ও স্কুল কলেজ শিক্ষার্থীদের আইনী বিধান আনুযায়ী বিভিন্ন সংখ্যায় শাস্তি ও জরিমানা করেছেন যা জনগণ অভিনন্দন জানিয়েছিলেন । এখন পুলিশ এর বেলায় হবে জনমতে নানা ধরনের প্রশ্ন।