নিজস্ব প্রতিবেদক:
ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় থেমে থাকা ট্রাকে সাথে চাপা খেয়ে ট্রাকের হেলপাড় নিহত হয়েছে। রবিবার ৫ আগস্ট দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে শমিকরা রাস্তার উপর গাড়ি এলোপাথাড়ি রেখে সড়ক অবরোধ করে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় পরিবহন শ্রমিকদের সাথে মহাসড়কের রাস্তায় শৃংখলার কাজে আন্দোলরত শিক্ষার্থীরা বিক্ষোভে যোগদেয়। নিহত ট্রাক হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
শ্রমিকদের অভিযোগ, চট্রগ্রাম থেকে ঢাকামুখি একটি ট্রাক মহাসড়কের মদনপুর এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিম কাজগপত্র চেক করার জন্য সিগন্যাল দেয়। কিন্তু ট্রাকের চালক গাড়িটি না থামিয়ে চলে আসার চেষ্টা করলে হাইওয়ে পুলিশ পেছন থেকে ধাওয়া করে কাচঁপুর পয়েন্টেএসে একজন পুলিশ সদস্য ট্রাকে উঠে যায়।
পরে পুলিশ সদস্য ট্রাকের হেলপাড়কে সিট থেকে উঠিয়ে দিয়ে ট্রাকের স্ট্র্যায়ারিং ধরে নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করে। এসময় ট্রাকের হেলপাড় ট্রকের দরজা ধরে ঝুলে ছিলো। ট্রাকের নিয়ন্ত্রন নিয়ে ট্রাকের চালক ও পুলিশ সদস্যের ধস্তাধস্তির এক পর্যায়ে ট্রাকটি কাচঁপুর সেতু পার হয়ে এসে শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে রাস্তায় দাড়িয়ে থাকা ওয়েস্টেজ ভর্তি একটি ট্রাককে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলে ট্রাকে ঝুলে থাকা হেলপাড় নিহত হয়।
তবে ঘটনার পর পরই হাইওয়ে পুলিশের ওই সদস্য পেছনে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকারে চড়ে পালিয়ে যায় বলে শ্রমিকরা অভিযোগ করেন। দুর্ঘটনায় পতিত ট্রাকের চালকও পালিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ট্রাক হেলপাড়ারে লাশ উদ্ধার করে । কিন্তু পুলিশ লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে এবং লাশ বাহি ভ্যানগাড়ির চাকার পাম্প ছেড়ে দেয়। পরে
উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুাপার (অপরাধ) মনিরুল ইসলাম জানান, প্রত্যদর্শী ও রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।