আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশই জনতা, জনাতই পুলিশ-এসপি হারুন

সংবাদচর্চা রিপোর্ট:
পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে সভার আয়েজন করা হয়েছে।

২৬ অক্টোবর (শনিবার) চাষাড়া কেন্দ্রী শহীদ মিনারে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।

পুলিশ সুপার হারুন অর রশিদ অনুষ্ঠানে আগত কমিউনিটি পুলিশিং এর সদস্য ও এর নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, আপনারাও পুলিশ। আপনার নিজ নিজ এলাকায় ঘটে যাওয়া যে কোন ঘটনায় আসামী আটক করার ক্ষমতা রাখেন। আপনারা আসামী আটক করে পুলিশকে খবর দিবেন এবং পুলিশ যথাযথ নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন সাধন করতে হলে সকলকে এক যোগে কাজ করতে হবে। তিনি দাবী করেন, এখন নারায়ণগঞ্জে আগের মতো আর জমি দখল হয় না। আগে এই নারায়ণগঞ্জে রাতে অস্ত্র নিয়ে বড় ভাইয়ের মহড়া দিতো। এখন কিন্তু সেই বড় ভাইদের দেখা যায় না। বিস্তারিত আসছে….