আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরান ঢাকায় কোনোভাবেই আর কেমিক্যাল গোডাউন রাখতে দেব না : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক:

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই আর এখানে কেমিক্যাল গোডাউন রাখতে দেব না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান শেষ ঘোষণা করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মেয়র।

তিনি বলেন, পুরান ঢাকায় দাহ্য পদার্থের গোডাউন থাকতে দেব না। এজন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা করেন মেয়র।

গতকাল রাতে চকবাজারে ভয়াবহ আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।