সংবাদচর্চা রিপোর্ট:
সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)ও শুদ্ধাচার পুরস্কার-২০২১ মূল্যায়নে সকল মন্ত্রণালয় বিভাগে মধ্যে নবম পুরস্কার অর্জন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর কাছ থেকে বস্ত্র ও পাট সচিব মো. আবদুল মান্নান এ পুরস্কার গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
এ সময় নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সিনিয়র সচিব, সচিববৃন্দ মূল অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত ছিলেন।
এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পুরস্কার পাওয়ার পেছনে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বিরাট অবদান রয়েছে। তার দক্ষ নেতৃত্বেও কারণে এ পুরস্কার পেয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ।