সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার তালিকাভুক্ত ১নং মাদক ব্যবসায়ী ও পলাতক আসামী হৃদয় (৩০) র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪ টার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মীর্দাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী হৃদয় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে।
র্যাব – ১১ এর এএসপি মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পিরোজপুরের মির্জাকান্দি এলাকায় একদল দুস্কৃতকারী গাড়ীসহ সংঘবদ্ধ হচ্ছে। খবর পেয়ে র্যাব-১১ একটি টিম সেখানে পৌছালে মহাসড়কের পাশে থাকা ঝোপঝাড় থেকে অতর্কিত আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। জবাবে র্যাব পাল্টা হামলা চালালে তারা পালিয়ে যায়। এতে র্যাব সদস্য সহ ২ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় মাদক বিক্রেতা হৃদয়কে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পৌছালে কতর্ব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে ৫০০ পিস ইয়াবা, ২ রাউন্ড গুলি, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে র্যাব । আটককৃতরা হচ্ছে হৃদয়ের সহযোগী জহিরুল ইসলাম ডলার, সেলিম ও অজ্ঞাত গাড়িচালক।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী হৃদয় সোনারগাঁ থানার মাদক বিক্রেতার তালিকায় ১ নং আসামী। তাকে ধরিয়ে দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিলো।