আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিজয় দিবস পালন

পিরোজপুর প্রতিনিধি॥ মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষ্যে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পিরোজপুর অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুহিন হোসেন এবং বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পিরোজপুরের সহকারী পরিচালক প্রিয়ংকা সিকদার। প্রথমে পবিত্র গীতা পাঠ করেন শ্রীমতি তরু রাণী দাস এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিকদার মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা মজুমদার, বাসুদেব চন্দ্র হালদার, স্বপন কৃষ্ণ বিশ^াস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপার ভাইজার মিঠু রঞ্জন মন্ডল। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষ্যে সবশেষে ছিল মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র্রের শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।