পিরোজপুরে অনুষ্ঠিত হলো ব্যবসায়ী সমিতির মত বিনিময় সভাপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে অনুষ্ঠিত হলো ব্যবসায়ী সমিতির মত বিনিময় সভা । শনিবার সকাল ১০টায় পিরোজপুর শিল্পকলা একাডেমীর হল রুমে সভাটির আয়োজন করে জেলা ব্যবসায়ী সমিতি।
মত বিনিময় সভায় অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীগণ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এবং বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিরোজপুর পৌর মেয়র আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। সভার সভাপতিত্ব করেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান শেখ আলম ও সঞ্চালনায় সাধারন সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব। এসময় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, (বাসাস) এর পিরোজপুর প্রতিনিধি গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন , শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।