আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেল হাজতির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে মো. জাকির হোসেন তালুকদার নামে (৫৪) এক হাজতির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মো. শামীম ইকবাল জানিয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলার চাঞ্চল্যকর এনামূল হত্যা মামলার আসামি জাকির হোসেন তালুকদার গত দু” মাস ধরে জেল হাজতে আটক ছিলেন।

তিনি বুধবার ভোর সোয়া চারটার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চারটা চল্লিশ মিনিটে তার মৃত্যু হয়। জাকির তালুকদার কাউখালী উপজেলার জীবগাঁ শাতুরিয়া গ্রামের মৃত মোখলেজ তালুকদারের ছেলে। তিনি দীর্ঘ দিন হার্ডের সমস্যায় ভুগছিলেন বলে জেল সুপার জানিয়েছেন।