আজ বুধবার, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিকনিকে মজিলো “চিত্রা”

নবকুমার:

সরকারি তিতুমীর কলেজস্থ নড়াইল জেলা ছাত্র কল্যাণ পরিষদ বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে । গতকাল (১৫ ফেব্রুয়ারি) তারা দিন ভর সোনারগাঁয়ের পানাম সিটিতে মজা আর আড্ডায়  কাটিয়েছে।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি কাজী সুমন বলেন – নতুন-পুরাতন জুনিয়র ও সিনিয়র বড় ভাই বোনদের নিয়ে এ পিকনিক করা হয়েছে। সেখানে ক্রিকেট খেলা, নড়াইলের ঐতিহ্যগত খেলা হাড়িভাঙ্গা, বেলুন ফুলানো সহ দিন ভর পুর মজা মাসতি করেছে সবাই।

আরো পড়ুনঃ তিতুমীর কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

পিকনিকে সাব ইনিসপেক্টর সোহেল শাহারিয়ার সহ তার পরিবর বর্গ , বি.এম জিয়া ,মোঃ নাজমুল হোসেন,সাহজামান সাদিদ, দিদারুল ইসলাম দিদার উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারন সম্পাদক হাবিবুল বাসার বলেন, সকল বড় ভাই ও ছোট ভাইদের কারনেই  আমরা একটা সফল পিকনিক করতে সক্ষম হয়েছি। মানবিক কাজের পাশাপাশি চিত্রা তিতুমীরস্থ পরিবার আগামিতে আরো এ ধরনের প্রমোদ ভ্রমনের ব্যবস্থা করবে ।