সংবাদচর্চা রিপোর্ট:
করোনা ভাইরাস নারায়ণগঞ্জে মহামারী আকার ধারণ করছে । লকডাউন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলাকে। সরকারী -বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বাড়ছে খাদ্য সংকট। খাদ্যের অভাবে নারায়ণগঞ্জ থেকে রাতে আধারে পালিয়ে যাচ্ছে হাজার হাজার শ্রমিক। অন্য জেলাতে করোনা ঠেকাতে প্রশাসন শ্রমিকদের নারায়ণগঞ্জে আটকা রাখছে। জোরদার করেছে টহল। বৃহস্পতিবার ২৫ জন খেটে খাওয়া মানুষ কাজ না থাকায় নারায়নগঞ্জ ছেড়ে ট্রাক ও কাভার্ড ভ্যানে করে করে চুপি চুপি যেতে চেয়েছিল। তাদের যেতে দেয়নি র্যাব -১১। তারা র্যাব-১১কে জানায় স্যার এখানে থেকে পকেটে টাকা নাই, ঘরে খাবার নাই, গ্রামে গেলে কিছু হয়ত পাব। পরে র্যাব -১১ মহানুভবতার পরিচয় দিয়েছে। ২৫ জনকে খাদ্য সামগ্রী দিয়েছে র্যাব।
এ ব্যাপারে র্যাব -১১ অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, আমরা তাদের যেতে দেইনি কিন্তু মানবিক দিক চিন্তা করে যে যেখানে ছিল সেখানেই খাদ্য পাঠালাম। তিনি করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন।
প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জে র্যাব -১১ কাজ করে যাচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে। মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে।