আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

পারভেজ

পারভেজ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাবি ছাত্র পারভেজ আহম্মেদ জয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার বড়ালু এলাকায় এ মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করে এলাকাবাসী। এসময় ইছাখালীর ৩ রাস্তার মোড়ে রাস্তায় বসে এ অবরোধ কর্মসূচী পালন করে এলাকাবাসী। রাস্তা অবরোধ করায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, অ্যাড. সামাদ মোল্লা, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন, নাজমুল খন্দকার, হাজ্বী জামান ব্যাপারী, শাহজাহান, তানভীর, তন্ময়, হালেমা প্রমূখ। বিক্ষোভ মিছিলে এলাকার শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট বিজ্ঞানের ২ বর্ষের ছাত্র পারভেজ আহম্মেদ জয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এলাকাবাসীর দাবি, পারভেজ আহাম্মেদ জয় হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দিতে হবে।
এর আগে, গত ২২ জানুয়ারী সোমবার দুপুরে বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহাম্মেদ জয়ের লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় জাহাঙ্গীর, সোহাগ, শারমিন নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকারীরা হত্যাকান্ডের কথা স্বীকার করেন। হত্যাকান্ডের সাথে জড়িত কবির, আলী, শাহীন, মানিক নামে আরো চারজন পলাতক রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ