আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের পদত্যাগ

পারভেজ মোশাররফের পদত্যাগ

পারভেজ মোশাররফের পদত্যাগ

অনলাইন ডেস্ক

সেনাশাসক ও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট  পারভেজ মোশাররফ দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। তার দল অল পাকিস্তান মুসলিম লীগের চেয়ারম্যান করা হয়েছে ড. মোহাম্মদ আমজাদকে।

নতুন চেয়ারম্যান জানান, গত ১৮ জুন পদত্যাগপত্র পাঠিয়েছেন পারভেজ মোশাররফ। ২০১৩ সালে পোশোয়ার হাইকোর্ট পারভেজ মোশাররফকে আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করে রায় দিয়েছিল। সেই রায়ের আলোকেই পারভেজ মোশাররফ পদত্যাগ করেছেন।

পারভেজ মোশাররফ এখন বিদেশে রয়েছেন। তবে তিনি পার্লামেন্ট নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। সুত্র-ডন।