আজ মঙ্গলবার, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা ৪ আসনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে পাঞ্জাব বিশ্বাস

ভোটারদের দ্বারে দ্বারে পাঞ্জাব বিশ্বাস

নবকুমার: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট কবি পাঞ্জাব বিশ্বাস। তিনি ভূমি মন্ত্রী শামসুরে রহমান শরীফ ডিলুকে বিজয়ী করার লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকার ভোট চাচ্ছেন।

গতকাল আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন পাঞ্জাব বিশ্বাস। গণসংযোগে শত শত মানুষের ঢল নামে।

এসময় তিনি বলেন, নৌকার প্রশ্নে কোন বিভেদ নেই। নৌকা স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক । নৌকা হারলে শেখ হাসিনা হারবে। দেশের উন্নয়ন পিছে যাবে।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাবনা বাসি নৌকায় ভোট দেয়ার আহবান জানান পাঞ্জাব বিশ্বাস।