নবকুমার নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ১আসনে আওয়ামীলীগের অনলাইন জনমত জরিপে সবার র্শীষে অবস্থান করছেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ও বাংলা একাডেমীর আজীবন সদস্য ড.অধ্যাপক আবু সাঈয়িদ।
গত ৩ নভেম্বর হতে সপ্তাহব্যাপী চলে ফেসবুক ও সোস্যাল মিডিয়ার অনলাইন জনমত জরিপ ।গতকাল এ জনমত জরিপের ফল প্রকাশ করছেন কর্তৃ পক্ষ ।
এতে মোট ১০০১ জন দর্শক অংশগ্রহন করে ভোট প্রদান করছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬৫% ভোট পেয়ে প্রথম হয়েছেন ড.অধ্যাপক আবু সাঈয়িদ । দ্বিতীয় স্থানে অবস্থান করছেন পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এড.শামসুল হক টুকু, তৃতীয় স্থানে অবস্থান করছেন আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, চতুর্থ স্থানে যৌথভাবে অবস্থান করছেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক ও আওয়ামীলীগ নেতা প্রবীর গোস্বামী বাবু, পঞ্চম স্থানে অবস্থান করছেন সাথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন।
আবু সাঈয়িদ ব্যতীত বাকী সবার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ।
উল্লেখ্য যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে।সবাই লোভিং এ ব্যস্ত সময় পার করছে।
স্বাধীনতার পর হতে এ যাবত পযন্ত এ আসনটি আওয়ামীলীগের ঘাটি বলে পরিচিত ।বার বার আওয়ামীলীগ সংসদে এ আসন হতে প্রতিনিধিত্ব করছে।
আগামী নির্বাচন সম্পর্কে মনোনয়ন প্রত্যাশীদের কাছে টেলিফোনে জানতে চাইলে জাতীয় দৈনিক সংবাদ চর্চাকে অধ্যাপক ড.আওয়াল বলেন,আগামী নির্বাচনে বেড়া,সাথিয়ায় অধ্যাপক ড.আবু সাঈয়িদের বিকল্প নেই।
আওয়ামীলীগ নেতা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, আমি নেএীর কাছে মনোনয়ন চাইব, নেএী যাকে দলীয় মনোনয়ন দেবেন আমি তার নির্বাচন করব।
আওয়ামীলীগ নেতা প্রবীর গোস্বামী বাবু বলেন,আমি দীর্ঘ দিন যাবত আমার নেএীর কাছে মনোনয়ন চেয়ে আসছি ,দলের জন্য কাজ করছি। শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ও আধুনিক বিজ্ঞানমনস্ক বেড়া, সাথিয়া গড়তে আমি নেএীর কাছে এবারো দলীয় মনোনয়ন চাইব, আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব।