পাবনা বেড়ায় মহাসড়ক দখল করে গাড়ী পার্কিং যান চলাচল ব্যাহত
বাকী বিল্লাহ(সাঁথিয়া-বেড়া)প্রতিনিধিঃপাবনা-ঢাকা মহাসড়ক দখল করে চলছে গাড়ী পার্কিং এর ব্যবস্থা। পাবনার সাঁথিয়া-বেড়ার জিরোপয়েন্ট সি,এন্ড,বি বাস স্ট্যান্ড দখলের ফলে জনভোগান্তি বেড়েই চলছে।
প্রতিনিয়ত মহাসড়কের রাস্তাবন্ধ করে গাড়ী পার্কিং করে রাখা হয়।এতে করে যেমন দুরপাল্লার গাড়ী চলাচলে অসুবিধা তেমনি করে সাধারন মানুষের পথ চলতে চরম ভোগান্তি পোহাতে হয়।
বিভিন্ন সময় ছোট বড় দুর্ঘটনাও ঘটে। একটু চোখ মিললেই দেখা যায় আইনশৃংখলা বাহিনি সবসময় তারা তাদের দায়িত্ব পালন করছে।কিন্তু মহাসড়কের এই দৃশ্য তাদের চোখে পড়ছেনা।মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চললেও পর মুহুর্তে আবার একই দৃশ্য।গাড়ি পার্কিং চলতে থাকলে ভবিষ্যতে হুমকির মুখে পড়বে রাস্তা চলাচলকারী পথিক।
সরেজমিন ঘুরে দেখা যায়, বাস ষ্ট্যান্ডের কোল ঘেষেই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। অনেক সময় দেখা যায় স্কুল কলেজে পড়া মেয়েরা পথ চলতে ইভটিজিং এর মত পরিস্থিতির শিকার হতে হয়।
এতে করে যেমন পড়ালেখায় হচ্ছে ক্ষতি তেমনি করে মানষিক ভাবে ভেঙ্গে পড়ছেন তারা।পথ চলতে তিক্ত বিরক্ত স্কুল কলেজেপড়া ছাত্র-ছাত্রী এবং সাধারন মানুষ। ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান,থেকে শুরু করে অটোবাইক,সি,এন,জি,বড় ধরনের বাস-ট্রাক এর মত পরিবহন ছড়িয়ে ছিটিয়ে রাস্তাবন্ধ করে দু পাশে পড়ে থাকতে দেখা যায়।
দ্রুত এর বিরুদ্ধে অভিযান চালিয়ে বেড়া সাঁথিয়ার প্রান কেন্দ্র সি,এন্ড, বি বাস স্ট্যান্ড এর সৌন্দর্য ফিরিয়ে এনে সবার জন্য উম্মুক্ত ভাবে পথ চলার পরিবেশ তৈরি করতে কতৃপক্ষের কাছে জোর দাবী জানান এলাকাবাসী।
এব্যাপারে পাবনা জেলা মটর শ্রমিকের সহ-সভাপতি সরদার রইজ উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমাদের বাস স্ট্যান্ড এর জায়গা, চারিপাশে বাস কাউন্টার কোচ কাউন্টার আছে, সবচেয়ে বড় কথা হল আমাদের জায়গা স্বল্পতার কারনে গাড়ীগুলো এভাবেই দাড়িয়ে থাকে।