আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনার বেড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি পাবনা : ঢাকা থেকে পাবনাগামী সরকার ট্রাভেলসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। পাবনার সাঁথিয়া উপজেলার ছন্দা সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রফিক। তিনি সরকার ট্রাভেলসের হেলপার বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় ওই পরিবহনের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। আহতদের বেড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার সময় সরকার ট্রাভেলর্স নামে একটি যাত্রীবাহী কোচ (যার নম্বর- ঢাকা মেট্রো ব- ১৪-৬৬০৩) পাবনা থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পাবআ-বগুড়া মহাসড়কের ছোন্দাহ ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের (যার নম্বর ঢাকা মেট্রো ট- ২০-৬৮৮৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচের হেলপার পাবনা সদর উপজেলার মোঃ রফিক (৩২) নামের একজন ঘটনাস্থলে মারা যান। ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে সবুজ (৩০), রিপন (৩৫), মামুন (২৫), সেলিনা খাতুন (৩০), সাইদুর রহমান (৪৫), খায়রুল ইসলাম (৩৫), সজিব (৩০), সানোয়ার (৩২) কে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল শেখ জিল্লুর রহমার, বেড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ