আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: পাবনা মহান স্বাধীনতা  দিবস উপলক্ষে আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবাব বেলা সাড়ে ১০ টায় পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পাবনা ট্রেডিং লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পদক শহিদুল ইসলাম মানিক, পৃষ্ঠপোষক তৌহিদুল আলম রুপম প্রমুখ।

এবারের কাবাডি খেলায় রাজশাহী বিভাগের সকল জেলার ৮টি দল প্রতিযোগিতা অংশগ্রহণ করছে।