আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পাপ মুক্তি কামনায় জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল

মুসল্লিদের ঢল

মুসল্লিদের ঢল

 

নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবং ইহকাল ও পরকালের মুক্তি কামনায় শুক্রবার (১৫ জুন) নারায়ণগঞ্জে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর পালন করেন মুসলিম জাতি।
রমজান মাসজুড়ে রোজা রাখা আর ইবাদত-বন্দেগির অংশ হিসেবে শুক্রবার নাজাত প্রার্থনা করেন সবাই। ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের শেষ জুমায় শামিল হন। জুমার আজানের পর নগরীর সব মসজিদে নামাজে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
জুমাতুল বিদাকে কেন্দ্র করে এদিনে নামাজ শুরুর আগেই সব মসজিদ কানায় কানায় ভরে যায়। ঠাঁই না হওয়ায় অনেককেই বাইরেই নামাজ আদায় করতে হয়।
জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা, ইয়া শাহর রামাদান। অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান। জুমার দুই রাকাত নামাজ শেষে নারায়ণগঞ্জসহ গোটা দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া করা হয় বছরের বাকী দিনগুলোতে যেন পাপ ও অকল্যাণ থেকে মুক্ত থাকা যায়।
নামাজ আদায়ের পর মহানগরের মাসদাইর, পাইকপাড়াসহ বিভিন্ন কবরস্থানে গিয়ে বাবা-মা ও আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেছেন সাধারণ মানুষ। এসময় কবরস্থানগুলো লোকে লোকারন্য ছিল।

স্পন্সরেড আর্টিকেলঃ