আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাপ্পা গাজীকে শুভেচ্ছা জানাল হামিদুল্লাহ

সংবাদচর্চা রিপোর্ট: গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হামিদুল্লাহ। মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) রাজধানীর পল্টনে গাজী গোলাম মর্তুজা পাপ্পার অফিসে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। নবনির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দন জানিয়ে গাজী গোলাম মর্তুজা বলেন, আপনারা জননেত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনা মেনে চলবেন। জনগণ আপনাদের উপর যে বিশ্বাস রেখে ভোট দিয়েছেন তা রক্ষা করবেন। জনকল্যাণে কাজ করে যাবেন। জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে মন্ত্রী এবং মেয়র মহোদয়কে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি।
তিনি বলেন, আপনারা আমার মা মেয়র হাছিনা গাজীর স্বপ্নপূরণে কাজ করে যাবেন। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য সহযোগিতা করবেন।

সর্বশেষ সংবাদ