আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাটখাত উন্নয়ন তহবিল হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

স্বল্প সুদে রপ্তানি তহবিলের মত (ইডিএফ)পাটখাত উন্নয়ন তহবিল গঠনের লক্ষে জাতীয় পাট সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীতে  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। সভা জাতীয় পাট সমন্বয় কমিটির সকল সদস্য অংশ নেয়। চারটি মুল বিষয়ের উপর আলোচনা সভায় হয়েছে । তার মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বছরের শুরুতে শিক্ষাথীদের বিনামূল্যে যে বই দেয় তার সাথে পরিবেশবান্ধব পাটের ব্যাগ প্রদানের প্রস্তাবনা। স্বল্প সুদে রপ্তানি তহবিলের মত (ইডিএফ)পাটখাত উন্নয়ন তহবিল গঠন । পাট ও পাটজাত পন্য রপ্তানি প্রণোদনা হার বৃদ্ধি সংক্রান্ত আলোচনা। বিজেজিইএ ভুক্ত পাটজাত পণ্য রপ্তানিকারকদের রপ্তানিকৃত পণ্যের উপর ৫% হারে সহায়তা প্রদান সংক্রান্ত আলোচনা। এ সকল বিষয়ের উপর  জাতীয় পাট সমন্বয় কমিটির প্রত্যেক সদস্য তাদের মতামত মন্ত্রীর কাছে প্রকাশ করেছেন। গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু পাটকে ভালোবাসতেন । বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হলে পাটের উন্নয়ন করতে হবে। সেই লক্ষে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সবার সাথে আলোচনা করে প্রয়োজনে পাটখাত উন্নয়ন তহবিল গঠন করা হবে। পরিবেশবান্ধব ব্যাগ প্রদানের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে ।

মন্ত্রী আরো বলেন, বর্তমান বাজেটে ব্যবসায়ীদের ব্যাপক সুযোগ সুবিধা দেয়া হয়েছে। সরকারের কাছে পাটজাত পণ্য রপ্তানিতে আরো সুযোগ সুবিধা চাওয়া হবে।