নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের পাগলা বাজার বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু ও তার সহযোগিদের বিরুদ্ধে ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অসংখ্য হাকারদের কাছ থেকে দোকান ভেদে দৈনিক ২০, ৩০ ও ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করছে তারা।
এমন অভিযোগ করেছেন, পাগলা এলাকার ফতুল্লা থানা ক্ষুদ্র দোকান হকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ঢাকা-৩৭৮১) এর সভাপতি নুর মোহাম্মদ। সোমবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত ভাবে এই অভিযোগ দায়ের করেন তিনি।
তার অভিযোগে পাগলা বাজার বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু সহ তার গ্রুপের সহযোগি মোঃ বারেক (৪৫) মোঃ মনির (৩৩) ও মোঃ রুবেল (২৫) এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ আনা হয়েছে।
নূর মোহাম্মদ তার লিখিত অভিযোগে বলেন, আমি ফতুল্লা থানাধীন পাগলা এলাকার ফতুল্লা থানা ক্ষুদ্র দোকান হকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ঢাকা-৩৭৮১) এর সভাপতি। আমাদের সংগঠনের অধিনে প্রায় ৭০টি দোকান রয়েছে। কিন্তু মাহবুবুর রহমান বাচ্চু নির্দেশে মোঃ বারেক (৪৫) মোঃ মনির (৩৩) ও মোঃ রুবেল (২৫) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন প্রতিদিন তাদের সংগঠনের ৭০টি দোকান ছাড়াও পাগলা এলাকার অসংখ্য হাকারদের কাছ থেকে দোকান ও ব্যবসা ভেদে ২০, ৩০, ও ৫০ টাকা হারে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এই বিষয়ে প্রতিবাদ করায় তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে অভিযুক্ত চাঁদবাজরা অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী লোক নিয়ে পূনরায় পাগলা এলাকাস্থ আমাদের শ্রমিক ইউনিয়ন এর হকারদের কাছ থেকে চাঁদা উত্তোলন করতে আসে। এতে বাধা দেয়ায় তারা আমাকে মারধর করিতে উত্তেজিত হয় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এস,আই মজিবর রহমান জানান, থানায় লিখি অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। প্রমনিত হলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে একটি মাল্টিপারপাস কোম্পানীর সিইও সহ তিন সহদোরকে চাঁদার দাবীতে পিটিয়ে রক্তাক্ত জখম করেন বাচ্চু ও তার সহযোগিরা। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিলেন বাচ্চু। সেই মামলায় গ্রেফতার হয় পাগলা বাজার বহুমূখি সমবায় সমিরি সভাপতি শাহ-আলম গাজী টেনু। তবে, পলাতক থেকেও তার সহযোগিদের মাধ্যমে এখনো বীরদর্পে চাঁদাবাজীর কার্যকলাপ করে বেড়াচ্ছে বাচ্চু।