সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের পাগলায় নৌ বাহিনীর ক্যাপ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। বুধবার সকালে আনন্দ বাস ও অটো মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আওয়াল (৫০), আলী হোসেন (৪৮)। আহতদের মধ্যে যাত্রী ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রক্তিম ও মঈনুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনন্দ পরিবহনের বাসের সঙ্গে ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। আর আহত হয়েছে ৪ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। আনন্দ পরিবহনের বাসটিসহ চালক সোহাগকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।