আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাগলায় ট্রাক চাপায় রিক্সা চালক নিহত

নারায়ণগঞ্জ শহরের পাগলা এলাকায় ট্রাকচাপায় রিক্সা চালক নিহত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পথ চারিরা  চালক ও হেলপার কে আটক করেন । নিহত লাল চাঁন রায় পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকার সজিতৎ মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া ,গ্রামের বাড়ি বরিশাল । এঘটনায় আটক ব্যক্তিরা হলেন বরিশাল জেলার মৃত ফকির হাওলাদারের ছেলে সবুজ(৩২), রংপুর জেলার মৃত শাফিউর আলমের ছেলে ইউছুফ আলী (৩০) এরা দুজনেই ফতুল্লার পোষ্ট অফিস মোড় এলাকার কেউটখালি রোলিং মিলের কর্ভারভ্যানের যার নং -ঢাকা মেট্র-ট ১১-৭২-১৭ এর হেলপার । ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এস আই শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ