সংবাদচর্চা ডটকম:
ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহেল মাহমুদকে ইসলামাবাদে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। দিল্লিতে পাকিস্তানি কূটনীতিকরা হেনস্থার শিকার হচ্ছেন বলে কয়েকদিন আগে অভিযোগ করার পর এই ব্যবস্থা নিল পাকিস্তান। তবে নয়াদিল্লি সে অভিযোগ অস্বীকার করেছে।
ইসলামাবাদের অভিযোগ, দিল্লিতে পাকিস্তানি ডেপুটি হাইকমিশনারের গাড়িকে ধাওয়া করা হয়েছে এবং তাকে রাস্তায় গালিগালাজ করা হয়েছে। এছাড়া স্কুলে যাওয়ার পথে দিল্লিতে হেনস্থার শিকার হচ্ছে পাক কূটনীতিকদের সন্তানরাও। এসব বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার জে পি সিংহকে বুধবার তলব করেছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একদিন পর কূটনীতিক প্রত্যাহার করে নিল। -এনডিটিভি