আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাওনাদারদের চাপ থেকে বাচঁতে একজন প্রকৌশলীর আত্মহত্যার

পাওনাদারদের চাপ

পাওনাদারদের চাপ

বন্দর প্রতিনিধি
ঋণের দায় এড়াতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন একজন প্রকৌশলী। পাওনাদারদের চাপ থেকে নিজেকে বাচাঁতে শেষ পর্যন্ত ট্রেণের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন ফারুক (৫৫) নামের ওই ব্যক্তি। নিহতের বাড়ি বন্দরে উইলসন রোডে। তিনি ওই এলাকার মৃত কবির হোসেনের পুত্র। ফারুকের দু’টি কন্যা সন্তান রয়েছে। এলাকায় তাকে অনেকে এঙ্গেল ফারুক বলেও ডাকে।
রোববার বিকেলে রাজধানীর মগবজারে চলন্ত ট্রেনে ঝাপ দিয়ে আতœহত্যা করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী পলি বেগম। এর আগে তিনি পাওনাদারদের ভয়ে বেশ কয়েকদিন যাবত অন্যত্র আত্মগোপনে ছিলেন।
তার পরিবার থেকে আরো জানানো হয়, স্থানীয় পাওনাদাররা তাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করছিল। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এমনকি পাওনাদারদের মধ্য থেকে মিয়া সোহেল নামে জনৈক ব্যবসায়ীর মোবাইলে ম্যাসেজ পাঠানো হয় যে যদি তাকে অতিরিক্ত চাপ দেয়া হয় তাহলে সে আত্মহত্যা করতে বাধ্য হবে।
ফারুক আহমেদ বেশ কিছুদিন ধরে তার নিজ বাড়িতে ৩৬০ এঙ্গেল নামক অর্থলগ্নি একটি অফিস খুলে বিভিন্ন লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এদের মধ্যে স্থানীয় প্রভাবশালী মিয়া সোহেলও প্রায় কোটি ৩৭লাখ টাকা ওই প্রতিষ্ঠানে লগ্নি দেয়।

স্পন্সরেড আর্টিকেলঃ