আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাইকপাড়া সুদের টাকা নিয়ে ধর্ষণের চেষ্টা গ্রেফতার ১

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ছোট কবরস্থান এলাকার সন্ত্রাসী, মাদক বিক্রেতা মো. কামাল মৃধা ওরফে কানা কামালকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. কামাল মৃধা ওরফে কানা কামাল পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

এর আগে সীমা আক্তারকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে কামালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সীমা আক্তার পারিবারিক কাজের জন্য ১০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে ১০ হাজার টাকা ধার নেয় কামাল মৃধার কাছ থেকে। সে টাকা পরিশোধ করার পরও স্ট্যাম্প ফেরত দেয়নি। আরো টাকার ভয় দেখিয়ে কু প্রস্তাব দিত। গত ১৬ এপ্রিল রাতে সীমার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মো. কামাল মৃধা দুষ্টু প্রকৃতিক লোক। সে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাত। মাদক বিক্রি করত। এছাড়া নারী কেলেংকারীতে জড়িত। সুদের টাকার জন্য বহু নারীর ইজ্জত নষ্ট করেছে। গত ১৬ এপ্রিল রাতে সুদের টাকার জন্য এক নারীকে ধর্ষণের চেষ্টা করে। ওই নারী অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে।