নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রফিকুল ইসলাম হৃদয় (২৮) হত্যা মামলায় প্রেমিকার বাবা-মাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে সদর থানা পুলিশ। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর পাইকপাড়ার শাহ্ সুজা রোডের নয়াপাড়া এলাকার মৃত কাজী শামসুদ্দোহার ছেলে মো. নুরুল ইসলাম (৫২) (নিহতের প্রেমিকার পিতা) , মো. রিপন (৪৫), মো. ইব্রাহীম (৪০), স্বপন মিয়ার ছেলে আরফিন (২৭) (নিহত হৃদয়ের বন্ধু), নুরুল ইসলামের স্ত্রী সালমা (৪৫) (প্রেমিকার মা), মো. কামাল (৩০)।
এই মামলার আরো দুই আসামি হলেন ফতুল্লার নরসিংপুর এলাকার দুদু মিয়ার ছেলে মেহেদী হাসান (২৪), আলামিন (২৭)।
গত ৪ আগস্ট সদর উপজেলার ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, হৃদয়ের প্রেমিকার পরিবারের লোকজন তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় নিহতের মা জহুরা লাভলী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত রফিকুল ইসলাম হৃদয় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার নয়াপাড়া এলাকার বাসিন্দা শাহনেওয়াজ সেন্টুর ছেলে।
সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, হৃদয় হত্যা মামলার এজাহার নামীয় ৬ আসামিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।