আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাইকপাড়ায় আলী হোসেনের উপর সন্ত্রাসী হামলা

সংবাদচর্চা রিপোর্ট

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল ছোট কবরস্থান এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে আলী হোসেন (৫৫) কে অতর্কিত হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে মুখোশধারী হামলাকারীরা।

জানা যায়, গতকাল সোমবার আনুমানিক সকাল ১০টার সময় পাইকপাড়াস্থ ছোট কবরস্থান এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে আলী হোসেন এর পৈত্রিক সম্পত্তিতে আল আরাফাহ ইসলামী ব্যাংক এর নির্মাধিন বহুতল ভবন এর বিদ্যুৎ সংযোগ এর বৈদ্যুতিক খুটি স্থাপন করতে চাইলে আলী হোসেন তাতে বাধা দেয়। বাধা দেওয়ার এক পর্যায়ে কিছু মুখোশ ধারী লোক আলী হোসেনকে কথা বলার কথা বলে পিছন থেকে ইট দিয়ে একাধিক বার আঘাত করে। এক পর্যায়ে আলী হোসেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করলে আশপাশ লোকজন সহ আলী হোসেন এর স্ত্রী এগিয়ে এসে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে মুখোশধারীরা আলী হোসেনের স্ত্রী সহ স্থানীয়দের উপরও হামলা করে দ্রæত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আলী হোসেনকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে আল আরাফাহ ইসলামী ব্যাংক পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার নায়না প্রকল্প হতে একটি প্লট ক্রয় করে। আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্লটের পাশেই রয়েছে অত্র এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে আলী হোসেনের পৈত্রিক সম্পত্তি এবং নিজামের প্লট রয়েছে। নিজাম ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ও পূর্ব পরিকল্পিত ভাবে আলী হোসেনের প্লটে জোর পূর্বক বৈদ্যুতিক খুটি স্থাপন করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভ‚ক্তভোগী আলী হোসেন ও তার পরিবারের সদস্যারা জানায়, দীর্ঘ দিন ধরে গম জসিমের ভাই নিজাম, স্থানীয় কিছু সন্ত্রাসী ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের কিছু কর্মকর্তারা আমার জমি দখল করার পায়তারা করছে। তারা বিভিন্ন সময় আমাদের জমি দখল করার জন্য ভয় ভীতি প্রদর্শন করছে। যখন তাদের প্রদর্শিত কোন ভয় ভীতিতে আমরা কাবু হচ্ছি না তখনই তারা আমার ও আমার পরিবারের অনুমতি ব্যতিত আমাদের জমিতে বিদ্যুতের খুটি স্থাপন করে। এক পর্যায়ে নিজাম ও তার অনুসারী সাইফুল ও তৌফিক পিছন থেকে ডেকে নিয়ে গিয়ে এই হামলা সংঘটিত করেছে বলে তারা নিশ্চিত করে।

হামলার বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সংবাদচর্চাকে জানান, আলী হোসেনের উপর মুখোশধারীদের অতর্কিত হামলার বিষয়ে আমার জানা নেই। তবে আমি এই অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।