আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পাঁচ বসত ঘর পুড়ে ছাই

পাঁচ বসত ঘর

পাঁচ বসত ঘর

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গ্রামের পাঁচ বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। রোববার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পাঁচ বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেন।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার লিয়াকত আলী জানান, রোববার রাত ৮ টার দিকে উপজেলার উদয়দী গ্রামের আয়নালের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। চারিদিকে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী তার ভাই সাধু মিয়া, ফারুক, জালাউদ্দিনসহ হায়দারের বসত ঘরে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই পাঁচটি বসতঘরের প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল ভষ্মিভুত হয়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় তারা প্রায় আধাঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ