নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,পহেলা বৈশাখ বাঙালির একমাত্র সার্বজনীন প্রাণের উৎসব। এটা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে পালন করে। এখানে কোন ধর্মীয় কুসংস্কারের স্থান নেই। এটা বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। বাংলা বর্ষবরণের মাধ্যমে আবহমান বাঙালি সাংস্কৃতির পুনজাগরণ লাভ করে এবং জাতিকে সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করে।
শনিবার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে গ্রেনেড হামলা করা হয়েছে । অনুষ্ঠান পালনে বাধা দেয়া হয়েছে । কিন্তু ওরা বাঙালির প্রাণের উৎসব ঠেকাতে পারেন নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে বাঙালি জাতি নিভিগ্নে বাঙালির প্রাণের উৎসব পালন করছে ।
রূপগঞ্জ বাসির উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। অপনারা রূপগঞ্জে বাটি চালান দিয়েও কোন স্কুলে টিনের ঘর পাবেন না। প্রত্যেকটা স্কুলে বঙ্গবন্ধুর কন্যা নতুন ভবন দিয়েছে কম্পিউটার ল্যাব স্থাপন করে দিয়েছে।
মন্ত্রী বলেন, খেলাধুলাই স্বস্থ্যসচেতনার প্রধান উপায়। লেখাপাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগ দিতে হবে। ফেসবুক বর্জন করতে হবে। তা না হলে আমাদের মরার আগে মরতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পি.এইচ .পি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান মাসকো গ্রুপের চেয়ারম্যান আব্দুর সবুর,কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শীলা রানী পাল, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র দেওয়ান আবুল বাসার বাদশা, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম র, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ
এছাড়া তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ বাসিকে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গব্দের শুভেচ্ছা জানিয়েছেন।