আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পশু কোরবানীর পাশাপাশি মনের পশুত্ব কোরবানি দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পাশে থাকার আহবান জানালেন এমপি গাজী

পশু কোরবানীর

নিজস্ব প্রতিবেদক: পশু কোরবানীর পাশাপাশি মনের পশুত্ব কোরবানি দিয়ে নিজেদের মধ্যকার ভুলভ্রান্তি ,হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পাশে থাকার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক । ঈদুল আযহা উপলক্ষে রূপসী গাজী ভবনে রূপগঞ্জে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় । তাই রূপগঞ্জের মানুষদের আমি আমৃত্যু সেবা করতে চাই। এসময় আগত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন সামনে নির্বাচন ,জনগণের সামনে দেশের উন্নয়ণ চিত্র তুলে ধরতে হবে । যাতে দেশ বিরোধী চক্রান্তকারীরা দেশের বিরোদ্ধে কোন ষড়যন্ত্র  করতে না পারে।

রূপসী মৈকুলী ঈদগাহ মাঠে নামায শেষে নিজ এলাকায় ঈদের দিন সময় কাটান এমপি গাজী। সকাল থেকে রাত অবদি হাজারো নেতাকর্মীর সাথে কুশল বিনিময় ও তাদের পরিবারের খোজখবর নেন।

পশু কোরবানীর

 

গাজী ভবনের ঈদ আয়োজনের সমন্বয়কারী বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ফিরোজ ভুইয়া জানান- প্রতি ঈদের ন্যায় এবারের ঈদেও হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে গাজী ভবনে। সকালে পশু কুরবানী ও সেমাই মুখের মাধ্যমে আমাদের ঈদ আয়োজন শুরু হয় । দুপুর ২ টার মধ্যে হাজারো দুস্থ গরীব অসহায়ের মধ্যে মাংস বিতরণ করেন গোলাম দস্তগীর গাজী নিজেই। দুই দিনব্যাপী চলা এই ঈদ আনন্দে আজ প্রায় ৫০০০ হাজার লোকের ঈদ মেজবানীর আয়োজন করা হয়েছে।

পশু কোরবানীর

গাজী ভবনে আগত আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীরা জানান আমাদের এমপি গোলাম দস্তগীর গাজীর মতো এমন মাটির মানুষ আগে কখনও দেখি নাই। তিনি সপ্তাহে তিনদিন সময় দেবার পরও আজকে ঈদের সময়েও ব্যক্তিগত সময় ব্যয় না করে দলীয় নেতাকর্মীদের সাথে সময় দিচ্ছে । আমরা সত্যিই ভাগ্যবান ওনার মতো এমপি পেয়ে।