সংবাদচর্চা রিপোর্ট:
দীর্ঘ সময় ধরে আলীগঞ্জ খেলার মাঠ নিয়ে আন্দোলন চলছে। একাধিকবার উচ্ছেদ অভিযানে বাধা দেয় শিক্ষার্থী ও এলাকাবাসী। এবার সেই মাঠের প্রীতি ফুটবল টুনামেন্ট অতিথি হয়ে যাচ্ছেন নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী।
আগামী ১৫ জুন শনিবার বিকাল ৩ টায় আলীগঞ্জ মাঠ রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুনামেন্টে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে প্রধান অতিথি করা হয়েছে। সভাপত্বি করবেন মাঠ রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক কাউসার আহম্মেদ পলাশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আলীগঞ্জ একটি ঐতিহ্যবাহী মাঠ। এলাকার সাধারণ মানুষের জন্য, তাদের সন্তানদের জন্য মাঠটি একান্ত প্রয়োজন। ঢাকার পোস্তগোলা, ফতুল্লা, পঞ্চবটি এলাকাসহ বিভিন্ন এলাকার ২০ লাখ মানুষের জন্য ওই একটি মাঠই আছে। বেশ কয়েকবার মাঠ রক্ষায় নামা স্থানীয় এলাকাবাসী রাস্তা অবরোধ করে এছাড়া রাস্তায় টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করে।
জানা যায়, এই মাঠসহ আশে-পাশের জমিতে সরকারি কর্মকর্তাদের জন্য ১৫তলা বিশিষ্ট ৮টি ভবন নির্মাণের কথা রয়েছে। ওইসব ভবনে মোট ৬৭২টি ফ্ল্যাট নির্র্মিত হবে।
সরকারি কর্মকর্তাদের আবাসন প্রকল্পের ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান আলীগঞ্জে খেলার মাঠে উচ্ছেদ করতে এসে স্থানীয় এলাকাবাসি ও শিক্ষার্থীদের বাধার মুখে উচ্ছেদ না করেই ফিরে গেছে গণপূর্ত বিভাগ।
গত (২৬ মে) রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট রিজওয়ান আহমেদ নেতৃত্বে বিপুল সংখ্যক র্যাব পুলিশ সদস্য নিয়ে উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে ফিরে যায়।
তবে ৯ জানুুয়ারী খেলার মাঠে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে এক আয়োজনে ৫ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছিলেন, খেলার জন্য মাঠটি প্রয়োজন। এবার যাচ্ছেন নাসিকের মেয়র । এখন দেখার বিষয় আইভী মাঠ রক্ষা ব্যাপারে কি ঘোষণা দেন।