বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী করেছেন শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহম্মেদ পলাশ । শুক্রবার বিকালে আলীগঞ্জ থেকে ট্রাকের মাধ্যমে র্যালীটি করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে শত শত শ্রমজীবী মানুষ অংশ নেয়। তারা জয় বাংলা ধ্বনিতে নারায়ণগঞ্জ শহর কাপিয়ে তোলেন। জানা গেছে ২শ এর অধিক ট্রাক নিয়ে র্যালী করা হয়েছে। র্যালীতে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।