সোনারগাঁ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এখানে সরকারের ষড়যন্ত্রের কিছু নেই। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার ওজন স্কেল মেশিনের লোড আনলোডের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
মন্ত্রী বলেন, আদালতের কোনো আদেশ বা রায় যখন সরকারের বিরুদ্ধে যায় তখন বিএনপির খুশি রাখার জায়গা থাকে না। খুশিতে তারা আটখানা হয়ে যায়। আবার কোন রায় বা আদেশ যখন তাদের বিরুদ্ধে যায় তখন তারা আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করে। এটার অর্থ হচ্ছে আদালতের রায়কে অমান্য করা। যখন ষোড়ষ সংশোধনীর রায় দেয় তখন বিচার বিভাগ স্বাধীন। আবার তাদের বিরুদ্ধে যখন রায় বা আদেশ যায় তখন সেটা সরকারের হস্তক্ষেপ। ষোড়ষ সংশোধনীর রায় দিতে সাহস পায় বিচারক, এ আদেশ দিতে বিচারক সাহস পাবেনা এটা মনে করার কোনো কারন নেই।
ওবায়দুল কাদের বলেন, আগামী ১লা নভেম্বর থেকে মহাসড়ক রক্ষায় ওজন স্কেলের নীতিমালা কঠোর ভাবে বাস্তবায়ন করা হবে। এতে কোন ছাড় দেয়া হবেনা। অতিরিক্ত মাল বোঝাই কোন ট্রাক বা লরি রাস্তায় চলতে দেয়া হবে না। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন সরকারের স্কেল নীতিমালা কঠোর ভাবে বাস্তবায়ন করার জন্য। নাম মাত্র জরিমানা দিয়ে কিভাবে অতিরিক্ত লোড গাড়ি পার হচ্ছে তা আমাদের কাছে জানতে চেয়েছেন তিনি। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হুমায়ন করিব মজুমদার সহ সড়ক পরিবহন মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।