আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

আজ সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রূপগঞ্জে ৩ টি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শনিবার সকালে হাজী আয়েত আলী উচ্চ বিদ্যায়ল পরিদর্শনে যান গোলাম দস্তগীর গাজী। পরে মন্ত্রী রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ এবং মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে যান তিনি। পরীক্ষার পরিবেশ দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

এসময় মন্ত্রী বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায়  দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। বর্তমান সরকারে সেই লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, যারা পশ্ন পত্র ফাঁস করবে তাদের কে ছাড় দেয়া হবে।