আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীর পরিবহনে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

মেঘনা নদীতে বালু

পরিবহনে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরে ফিটনেসবিহীন ও চালকের ড্রাইভিং লাইন্সেস নেই এমন পরিবহনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে।
মঙ্গলবার (১৭ জুলাই) নগরীর চাষাড়ায় লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির চালকদের বিভিন্ন অপরাধে ১১টি পরিবহনের নামে মামলা ও সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ম্যাজিস্ট্রেট‘র সহকারী শাহাদাত হোসেন জানান, চাষাঢ়াতে মটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর আওতায় লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির চালকদেরকে ১৩২, ১৩৬, ১৩৮ এবং ১৫২ ধারায় বিভিন্ন অপরাধে জরিমান আদায় করা হয়। যৌথভাবে মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাবেরী রায়।
অভিযানে মামলা করা হয় ১১ টি পরিবহনের বিরুদ্ধে এসময় মোট জরিমানা করা হয় ৯৪০০ টাকা।