আজ রবিবার, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের অনেক পরিবর্তন হয়েছে- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান

পরিবর্তন হয়েছে

পরিবর্তন হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান বলেন, গত ১০ বছরে দেশের অনেক পরিবর্তন হয়েছে, সেজন্য নারীদের এগিয়ে যেতে বাঁধা নেই। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী হওয়ায় নারীদের প্রতি অনেক বেশী সচেতন। তাই নারীদেরকে এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। গত বছর বাল্য বিবাহ নিরোধ আইন হয়েছে এবং তিনি নারী উন্নয়ণ নীতি প্রণয়ন করেছেন এমনকি শিশুদের অধিকার নিয়েও সরকার কাজ করে যাচ্ছেন। নারী উন্নয়নে দায়ী নিজের বুঝার অভাব, আত্ম বিশ্বাসের অভাব, অধিকার সম্পর্কে জানা ও শিক্ষার অভাব এবং একই সাথে ধর্মীয় কুসংস্কার ও পিতা-মাতাদের অজ্ঞতার কারনে। গতকাল সোমবার বিকাল নাসিক ৬ নং ওয়ার্ডের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকাস্থ সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সফর আলী ভূঁইয়া ফাউন্ডেশনের সৌজন্যে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) ও জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বিতর্ক, স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সফর আলী ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিয়া আলী ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সিদীপের এজিএম ও ফোকাল পারসন (সাক্রীক) মোঃ তরিকুল ইসলাম, জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম সিদ্ধিরগঞ্জের সভাপতি রহিমা বেগম ও জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও প্রোগ্রাম, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর উপ-পরিচালক নাসিমা আক্তার জলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসী, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রীনা আহমেদ, নাসিক ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদীপ ঢাকার পরিচালক ফজলুল হক খান, নারায়ণগঞ্জ সরকারী তোলারাম বিশ্ব¦ বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার, জেলা পরিষদ সদস্য এড. নুর জাহান ও মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
তিনি আরো বলেন, নারীদের এগিয়ে যাওয়ায় মুল বাঁধা হচ্ছে বাল্য বিবাহ এবং শিক্ষাটাকা উচ্চ মাধ্যমিকের মধ্যে সমাপ্ত করা। এই ধ্যান ধারনা থেকে পিতা-মাকে বেরিয়ে আসতে হবে এবং মেয়েদেরকে মাষ্টার্স পর্যন্ত লেখাপড়া চালিয়ে যেতে হবে। যখন নিজেই নিজের ভাল-মন্দ, অধিকার সম্পর্কে বুঝতে পারবে তখন কেউ নারীকে এগিয়ে যেতে বাধা হয়ে দাড়াতে পারবে না।
এসময় আমন্ত্রিত অতিথিগন বিতর্ক ও স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ এবং ৩৯ জন সফল ব্যাক্তিবর্গকে সম্মাননা প্রদান করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ