আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরকীয়ার জেরে কালুকে গলা কেটে হত্যা করেছে: এসপি হারুন

সংবাদচর্চা রিপোর্ট:

গত ২ মার্চ সোনারগাঁ উপজেলায় কালু মিয়া কে পরকীয়ার জেরে গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ (বিপিএম বার) । সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন,

হারুন বলেন, নারায়ণগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ মামলার মামলার রহস্য উৎঘটন করা হয়েছে। একটি রূপগঞ্জে পুলিশ হত্যা মামলা। এ মামলায় ২ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। আসামীরা পুলিশ হত্যার দায় স্বীকার করেছেন। আরেক টি সোনারগাঁয়ে গলাকেটে যুবক হত্যা। স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়া তিন বন্ধু মিলে কালু কে হত্যা করে। হত্যার জন্য ব্যবহৃত চাকুটি উদ্ধার করেছে পুলিশ । একটি হত্যা মামলা দায়ের হয়েছে । পুলিশ ৪ জন কে গ্রেফতার করেছে।

তিনি বলেন, আড়াহাজারে বস্তবন্দি উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহতের বাড়ি রূপগঞ্জে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

পরকীয়া ধর্ষণ হত্যার বিরুদ্ধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সংবাদ ছাপানোর জন্য সম্পাদক এবং চ্যানেল মালিকদের আহবান জানান এসপি হারুন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খান সহ জেলা পুলিশের সকল কর্মকর্তা।

উল্লেখ্য সোনারগাঁয় কালু মিয়া হত্যার মামলা নং ৮। সোনারগাঁ থানা ওসি মনিরুজ্জামান নিজেই উক্ত মামলার তদন্তভার গ্রহণ করে প্রযুক্তির মাধ্যমে ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।