আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পদোন্নতি পেয়েছেন না.গঞ্জের এসপি জায়েদুল আলম

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

এছাড়া, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলমসহ পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার ৭৩ জন কর্মকর্তা।

এর আগে গত মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে দুটি প্রজ্ঞাপনে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পান পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা।

(সংবাদচর্চা/৩জুন/এমএল)